Jani Tumi Acho Bangla Song By Minar Rahman

Jani Tumi Acho

Singer: Minar Rahman

কেন মেঘ তবু নীল সমস্ত আকাশ
কেন ব্যাথার ভেতর নেয় কোন দীর্ঘশ্বাস
কেন হলদে হয়না হৃদয় পাথর চাপা ঘাসে
আর অন্ধকারেও সে শিশুর মত হাসে
জানি তুমি আছ

কেন মেঘ তবু নীল সমস্ত আকাশ
কেন ব্যাথার ভেতর নেয় কোন দীর্ঘশ্বাস
জানি তুমি আছ

জানি তুমি আছ সংশয়ে অভিমানী দুপুরে
জানি তুমি আছ বিদ্যুৎহীন জ্যোৎস্না আলোর নুপুরে
জানি তুমি আছ হোঁচট খেয়েও ধুলো ঝেড়ে উঠে দাঁড়ায়
জানি তুমি আছ শত অন্যায়ে নিলজ্জ হাতটা বাড়াও
জানি তুমি আছ

জানি তুমি আছ অস্তিত্বে আলো এবং ছায়ায়
জানি তুমি আছ প্রত্যক্ষ প্রমানের মুক্ত মালায়
জানি তুমি আছ কেয়া পাতায় নৌকা বাঁধা ঘাটে
জানি তুমি আছ নবান্নে মটরশুঁটি মাঠে
জানি তুমি আছ

কেন মেঘ তবু নীল সমস্ত আকাশ
কেন ব্যাথার ভেতর নেয় কোন দীর্ঘশ্বাস
কেন হলদে হয়না হৃদয় পাথর চাপা ঘাসে
আর অন্ধকারেও সে শিশুর মত হাসে
জানি তুমি আছ

 

Listen One Of The Best Bangla Song By Minar Rahman

Share